শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া শহরে দিনদুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে শহরের পৈরতলা এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ইউনুছ মিয়া অভিযোগ করেন, তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। তার বাড়ি জেলার নবীনগর উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামে। তিনি জেলা শহরের মধ্যপাড়া এলাকায় তার ভগ্নিপতির বাড়ি যাচ্ছিলেন।
ইউনুছ মিয়া জানান, শনিবার দুপুরে পৈরতলা সেতুর কাছে দুই ব্যক্তি একটি অটোরিকশা নিয়ে তার পথরোধ করেন। অটোরিকশা থেকে নেমে ওই দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইউনুছের দেহ তল্লাশি করেন। এরপর প্যান্টের পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যান।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আবদুর রহিম বলেন, একজন ফোন করে আমাকে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।