শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
আশুগঞ্জে প্রতারণাে করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী সিরাজ ভূইয়া গত ৭ জানুয়ারী আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর নিকট চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে সিরাজ ভূইয়া বলেন, মিজান পিতা আমির হোসেন , বারিক পিতা আঃ মালেক , ছাদির মিয়া পিতা আব্দুল হক ও শাহালম পিতা মিজান নামে চার ব্যক্তি গত ৩/৪ মাস আগে দগরীসার নূর আলম মেম্বারের বাড়িতে আমার উত্তর সুরীর জায়গা পাইয়ে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে বিভিন্ন ধাপে সর্বমোট আশি(৮০,০০০) হাজার টাকা গ্রহণ করে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর ও তারা আমাকে জায়গা দিতে পারিনী। জায়গা বুঝিয়ে দেওয়ার কথা বললে উল্টো তারা আমাকে নানাভাবে হুমকি-ধামকি দিতে থাকে। এমনকি গত ৩ রা জানুয়ারী সন্ধ্যায় অভিযুক্ত চারজন আমার ছেলেকে দগরীসার বারিক মিয়ার দোকানে ২ ঘন্টা আটকে রাখে। খবর পেয়ে আমি ও আমার আশেপাশের লোকজন কোন রকমে তাদের হাত থেকে আমার ছেলেকে উদ্বার করে নিয়ে আসি।
তিনি আর ও উল্লেখ করেন অভিযুক্ত ব্যাক্তিবর্গ এলাকার দুস্কৃতিকারী ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক।তারা এলাকার সকল কুকর্মের সাথে জড়িত, এমনকি তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না। তাদের বিরুদ্ধে আদালতে মামলা ও রয়েছে।
অভিযোগকারী সিরাজ ভূইয়া এসব ঠক,প্রতারক ও ভন্ডদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।