শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হলেও আমাদের দেশে এখনো আসেনি, বলা হচ্ছে ভারত থেকে আনা হবে। কিনতে হবে বেশি দামে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে দিনাজপুর শহরের রামনগর মোড়ে পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রচারণা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
এসময় মির্জা ফখরুল বলেন, করোনার ভ্যাকসিন নিয়েও ব্যবসা, তাও আবার আওয়ামী লীগের লোকেরাই এই ব্যবসা করছে। বেক্সিমকো তাদেরই কোম্পানি।
সভায় দিনাজপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তৃতীয়বারের মত নির্বাচিত করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরো বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন করতে হচ্ছে আমাদের। তাই ভোট অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিবেন।
সুত্র bd24live.com