মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভাণ্ডারিয়ায় চাকুরী দেয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ: টাকা ফেরত পেতে ভুক্তভোগিদের মানববন্ধন কাউখালীতে ইউনিয়ন-বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বিএনপির কাউন্সিলকে ঘিরে দলীয় কোন্দল প্রকাশ্যে: সংবাদ সম্মেলনে “ভোটার অস্বচ্ছের অভিযোগ” ইন্দুরকানীতে ইউপি সদস্য ও ভাবিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা; স্ত্রী গুরুতর জখম পিরোজপুরে বিয়ের বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ নিহত ১ : আহত ২৯ পিরোজপুর জেলা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ করা হয় নেছারাবাদে সমিতির সাথে সম্পৃক্ততা নেই, হয়রানির শিকার শিক্ষক দম্পতি কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় কলেমা চত্বরের সৌন্দর্য বর্ধণের কাজ শুরু পিরোজপুরে জার্নালিজম ফর সুন্দরবন -এর সভা অনুষ্ঠিত ইন্দুরকানীতে কয়লা বোঝাই ট্রাক নিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ ভাণ্ডারিয়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার ভান্ডারিয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপিত ইন্দুরকানীতে “ডাক দিয়ে যাই”র উদ্যোগে ও পিকেএসএফ’র সহোযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় গভীর রাতে আবু সালেহ হত্যা মামলার প্রধান আসামীর বাড়ি পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা ॥ ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি ভাণ্ডারিয়ায় জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির ভান্ডারিয়ায় জামরুল গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভান্ডারিয়ায় অতিরিক্ত টোল আদায়
কাউখালীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩৭৫ জন ভূমিহীন ও গৃহহীনদের ঘর উদ্বোধনের অপেক্ষায়

কাউখালীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩৭৫ জন ভূমিহীন ও গৃহহীনদের ঘর উদ্বোধনের অপেক্ষায়

কাউখালী প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জেলায় ৩শ’ ৭৫ জন ভূমিহীন ও গৃহহীনদের মাথা গোঁজার ঠাই হিসেবে সরকারি খাস জমিতে এসব ঘর নির্মাণের সকল কার্যক্রম প্রায় শেষ পর্যায়ের পর এখন শুধুমাত্র রংয়ের কাজ বাকী রয়েছে। খুব শিগগিরই সেসব ঘরগুলো উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’- এ প্রতিপাদ্য বাস্তবায়নে পিরোজপুর জেলায় হতদরিদ্র গৃহহীন মানুষের জন্য বিনামূল্যে সরকারী ব্যবস্থাপনায় তৈরি হয়েছে সুন্দর সাজানো স্বপ্নের নীড়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় ৩শ’ ৭৫ জন ভূমিহীন ও গৃহহীন প্রতিজনের জন্য দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা বাড়ি ২ শতাংশ জমির ওপর নির্মান করা হয়েছে। দুই কক্ষবিশিষ্ট এসব প্রতিটি আধা-পাকা ঘরের নির্মাণ ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।
সবগুলো গৃহ সরকার নির্ধারিত একই নকশায় সম্পন্ন করা হয়েছে। রান্না ঘর সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুযোগ-সুবিধা থাকছে এসব গৃহে। গৃহ নির্মাণের এসব কাজ তদারকি করছে জেলা ও উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা বলেন, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশেকে গৃহহীন মুক্ত ও ভূমিহীন মুক্ত ঘোষনা করার কার্যক্রম গ্রহণ করেছেন। সে লক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা উপজেলায় পর্যায় কাজ করছি । কাউখালী উপজেলায় আমরা প্রথম পর্যায় ৫০টি ঘর বরাদ্দ পেয়েছি এবং দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ পেয়েছি ৬০টি ঘর। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৩ তারিখে যে প্রথম পর্যায়ের ঘরগুলো উদ্বোধণ করবেন সে লক্ষ্যে আমাদের কাউখালী উপজেলায় প্রথম পার্যায়ের বরাদ্দকৃত ৫০টি ঘরের নির্মান কাজ প্রায় সমাপ্তির পথে। আমরা আশারাখি ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যে আমরা উপকার ভোগীদের কাছে হস্তান্তর করতে সক্ষম হবো।
এ ব্যাপারে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন, মুজিব শতবর্ষে সকল গৃহহীন ও ভূমিহীন ব্যাক্তিদেরকে গৃহ প্রদান কার্যক্রমের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার ব্যক্ত করেছেন । সে আলোকে পিরোজপুর জেলায় আমরা দুইটি পর্যায়ে ১১৭৫টি ঘর নির্মানের কাজ শুরু করেছি। আগামী ২৩ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী প্রথম পর্যায়ের ৩৭৫টি ঘর উদ্বোধন করবেন। আমাদের ইতি মধ্যে ৩৭৫টি ঘর সম্পন্ন হয়ে গিয়েছে এবং ৮০০টি ঘরের কাজ আগামী ফেব্রুয়ারী মাসের মধ্যে সম্পন্ন হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana