পিরোজপুরের কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনুকে জাতীয় পার্টি (মঞ্জু) জেপি’র ভারপ্রাপ্ত সভাপতি (কাউখালী উপজেলা) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
১৯ জানুয়ারী (মঙ্গলবার) জাতীয় পার্টি (মঞ্জু) জেপি’র কেন্দ্রীয় দফতর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি (মঞ্জু) জেপি’র চেয়ারম্যান,সাবেক মন্ত্রী ও পিরোজপুর -২ আসনের সাংসদ জনাব আনোয়ার হোসেন মঞ্জু স্বাক্ষরিত এক পত্রে কাউখালী উপজেলা জাতীয় পার্টি জেপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানের অসুস্থতার কারনে কাউখালী উপজেলা জাতীয় পার্টি জেপি’র সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।