শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া হাফসা খাতুন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রী মঠবাড়িয়া পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ।
হাফসা খাতুন উপজেলার দেবীপুর গ্রামের আবুল হাসানের মেয়ে ও বেগম ফজিলাতুন নেছা মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, ওই ছাত্রীর অভিভাবক ঢাক-ঢোল বাজিয়ে শুক্রবার রাতে এ বিয়ের আয়োজন করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে গেলে বার যাত্রীরা দৌড়ে পালিয়ে যায়। এসময় কনের মা রোকসানাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতে তাকে হাজির করলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট ঊর্মি ভৌমিক কনের মা রোকসানা বেগমকে ৬ হাজার টাকা জরিমানা করেন। ও একটি মুসলেকা রেখে ছেড়ে দেন।