শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
আবারও সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নির্বাচনে আজ পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় এনটিভির ক্যামেরা পারসন মাসুদ রানা গুরুতর আহত হয়েছেন। তাকে বেধড়ক লাঠিপেটা করায় শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। সেই সাথে একাত্তর টিভির ক্যামেরাম্যান জামান আহত হয়েছে। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করছি।