শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি ঃ পিরোজপুরের কাউখালীতে এক স্কুল ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের খবর পাওয়া গেছে। জানা গেছে, গত মঙ্গলবার সকালে উপজেলার নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ঐ ছাত্রী (১৪) কে একই গ্রামের জাকির হোসেনের ছেলে সাগর হোসেন (২০) ও মন্টু হাওলাদারের ছেলে শরিফুল ইসলাম বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে পিরোজপুর শহরে নিয়ে যায়। সেখানে একটি বাসা বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। মেয়ের ফুফু আসমা বেগম খবর পেয়ে উদ্ধার করে সন্ধ্যায় বাড়িতে নিয়ে আসে। বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা করে পরে গত বুধবার সন্ধ্যায় কাউখালী থানায় ধর্ষিতাকে নিয়ে তার বাবা মেহেদী হাসান নিয়ে এসে সাগর হোসেনকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপতালে প্রেরণ করা হয়।