শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টর: পিরোজপুরের মঠবাড়িয়ায় ইদ্রিস হোসেন (২৬) নামে এক স্বেচ্ছা সেবকলীগ নেতা ও মাদ্রাসা নৈশ প্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় রোববার রাতে আকরাম হোসেন (২৫) কে প্রধান আসামী করে ৯ জন নামীয় ও অজ্ঞাত ৮ জন সন্ত্রাসীর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। উপজেলার উত্তর মিঠাখালী (গুদিঘাটা) গ্রামের ব্যবসায়ী ও যুবলীগ নেতা নাসির উদ্দিন মাতুব্বর বাদি হয়ে হত্যা চেষ্টার ঘটনায় এ মামলাটি দায়ের করেন। পুলিশ ওই রাতেই তরিকুল ইসলাম (২৫) নামে একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তারিকুল ইসলাম উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের নূরুল হক মল্লিকের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, নাসির উদ্দিন মাতুব্বরের পালিত ছেলে নৈশ প্রহরী ইদ্রিস হোসেন স্থানীয় মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্রে অধ্যক্ষের স্বাক্ষর করার জন্য পৌর শহরে আসলে তার ব্যবহৃত গাড়িটি নস্ট হয়ে যায়। গড়িটি মেরামত করার জন্য রোববার সন্ধ্যায় কেএম লতীফ মার্কেটের মটর গ্যরেজে যাবার পথে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা গতি রোধ করে এলোপাথারী কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তারে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত তরিকুলকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের প্রেপ্তারে পুলিশী অভিযান অব্যহত রয়েছে।
এ হামলার ঘটনায় রোববার রাতে তৎক্ষনিক পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। সোমবার বিকেলেও আসামী গ্রেপ্তারের দাবীতে মিছিল সমাবেশের উদ্যোগ নিয়েছে উপজেলা যুবলীগ।