শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
ভাতিজি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মা ও ভাবিকে কুপিয়ে হত্যা করেছে চাচা সাইদুল ওরফে সিকি (২৮)। সোমবার দুপুরে কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউনিয়নের পুজকরা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাইদুল হকের আপন মা নুরজাহান বেগম (৬৫) ও তার সৎ ভাই আব্দুল আজিজের স্ত্রী নুরুন নাহার বেগম (৪৫)। এ সময় আহত হন অপর ভাতিজি আরজু বেগম ও তার স্বামী পার্শ্ববর্তী আদ্রা গ্রামের আরিফুল ইসলাম। ঘাতক সাইদুল হককে আটক করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাইদুল হক তার সৎ ভাই আব্দুল আজিজের কলেজপড়ুয়া মেয়ে আঁখি আক্তার (১৮)কে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। সোমবার আঁখির বিয়ের জন্য পার্শ্ববর্তী ভোলাইন গ্রাম থেকে বরপক্ষের লোকজন তাদের বাড়িতে আসার কথা ছিল। এ খবর ঘাতক সাইদুল হক জানতে পেরে বাড়িতে কেউ আসতে পারবে না বলে হুমকি ধমকি দিতে থাকে।
পরে এক পর্যায়ে সে বঁটি ও ছুরি নিয়ে তার ভাইয়ের ঘরের দিকে যেতে চাইলে তার মা নুরুজাহান বেগম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং ঘরে গিয়ে তার ভাবী নুরুন নাহারকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাশুড়ি ও পুত্রবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত সাইদুল হককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সুত্র মানবজমিন