শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন
এনামুল কবির সোহেল,বিশেষ প্রতিনিধি
গাজীপুর সদর থানাধীন হাড়িনাল বরুদারঢাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭’শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়। সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এর পরিদর্শক মোঃ তমিজ উদ্দিন মৃধার নেতৃত্বে গঠিত রেইডিং পার্টি ৮ ফেব্রুয়ারী সোমবার সকালে মা বাবার দোয়া বাইক সার্ভিস এর সামনে থেকে মোঃ মমিন উদ্দিন (২৭)কে ৭’শত পিস ইয়াবা ট্যাবলেট ও সিডি-৮০ সিসি মটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ মমিন সদর থানাধীন বরুদারঢাল এলাকার মফিজ মিয়ার ভাড়াটিয়া মোঃ নূর নবীর ছেলে। এ বিষয়ে (জিএমপি) সদর থানায় আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।