শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃআশুগঞ্জে ভবন নির্মাণ সরঞ্জাম ও প্ল্যান বিষয়ক নির্মাণ শ্রমিক ও ঠিকাদার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল এগারটা পনের মিনিটে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা যোগাযোগ ও ভৌত অবকাঠামো বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র অর্থায়নে পরিচালিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোাঃ হানিফ মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, লিমা সুলতানা,উপজেলা নির্বাহী প্রকৌশলী সামসুন্নাহার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুর রহিম, মনির,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোঃ ইসমাঈল মিয়া।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশুগঞ্জ উপজেলা উন্নয়ন ও পরিচালন কর্মকর্তা জামাল উদ্দিন।