শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল : আ‘লীগ সরকারের একযুগ পূর্তি উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার গুলিসাখালী ইউনিয়নে আ’লীগের উদ্বোগে জনসভা অনুষ্ঠিত হযয়েছে। রোববার বিকেলে জি,কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ হোসেন আলফু তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম মিয়া, পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি ইউসুফ মাহমুদ ফরাজী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও গুলিশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, নারী ভাইস চেয়ারম্যান এড. নাসরিন জাহান, উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক ফজলুল হক মনি, টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ নওরোজ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, ছাত্রলীগ নেতা মাহাবুবুর রহমান আকাশ প্রমুখ।