শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার সন্ধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে “স্বাধীনতাকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৯” এর ফইনাল খেলা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে । আসরের ফাইনাল খেলায় পুরস্কার বিতরনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪ ডিসেম্বর রাতে অত্যন্ত জাকঝমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার নামজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে খেলোয়ার ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)আরিফুর রহমান, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, সহ সভপতি লিয়াকত হোসেন তালুকদার, জাতীয় পার্টি জেপি’র সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলু, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাোলাদার, ছাত্রলীগের আহবায়ক রিসান প্রমুখ। খেলায় রিয়াদ – অনিক (ধাওয়া ইউনিয়ন) জুটি সাফায়েত- মামুন (ঝালকাঠী) জুটিকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা পরিচালনা করেন শফিকুল ইসলাম আজাদ। চ্যাম্পিয়ন দলকে ফ্রীজ এবং রানারআপ দলকে এলইডি টিভি পুরস্কার দেয়া হয়।