শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
ভাণ্ডারিয়া প্রতিনিধি:
ভাণ্ডারিয়া থানার উদ্যোগে রোববার বিকেলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়েছে। ভাণ্ডারিয়া থানা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম নবীন। ভাণ্ডারিয়া থানা ওসি (তদন্ত) মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথী, ভাণ্ডারিয়া থানার এস আই হুমায়ন কবির। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খান এনায়েত করিম, মোঃ তৈয়বুর রহমান, যুবলীগের ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ এহসাম হাওলাদার, জাতীয় ছাত্র সমাজের সভাপতি রাহাদ জোমাদ্দার প্রমুখ্য।