শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় মামলা করেও পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার। গত দু‘মাসের বেশী সময় ধরে বাড়ি-ঘরে উঠতে না পেরে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় আশ্রয় নিয়েছে ৪ সদস্য বিশিষ্ট ও পরিবারটি। ৯৯৯-এ কল করার পর দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া আসামীর স্বজনরা মামলা প্রত্যাহারে হুমকি অব্যহত রেখেছে। এ ঘটনায় শনিবার রাতে মিনারা বেগম জীবনের নিরাপত্তা চেয়ে মঠবাড়িয়া থানায় জিডি করেছেন। মিনারা বেগম উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের জালাল মৃধার স্ত্রী।
মিনারা বেগম জানান, তার স্বামীর সাথে ভাষুর অফজাল মৃধার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এতে আফজাল ও তার সহযোগিরা আমাদের বিভিন্ন সময় পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় মামলা করার চেষ্টা করলে স্টাম্পে স্বাক্ষর দিয়েও শালিস ব্যবস্থায় বসবে বলে কাল ক্ষেপন করে ও তান্ডব চালিয়ে যাচ্ছিলো। গত ১৮ জানুয়ারি নির্ধারিত শালিশ ব্যবস্থা অফজাল মৃধা হেরে যাবে ভেবে সকাল ৬ টার দিয়ে আমাদের পরিবারের ওপর মধ্যযুগিয় হামলা চালায়। এসময় আমার ছোট মেয়ে ৯৯৯-এ কল করলে মঠবাড়িয়া থানার পুলিশ এসে অফজাল মৃধাকে হাতে-নাতে আটক করলেও তার অন্যান্য সহযোগিরা পালিয়ে যায়। আমি ওই দিন অফজাল মৃধাসহ অজ্ঞাতনামা আরও ২ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করি। এর আগেও অফজাল বাহিনী বেড়াতে আসা আমার বোনদের পিটিয়ে মারাত্মক জখম করেছে, আমার স্বামীকে পিটিয়ে পঙ্গু করে দিয়েছে। অফজাল মৃধা জেল-হাজতে থাকার তার ছেলে ও সহযোগিরা মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে আসছে।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।