শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
ইন্দুরকানী, প্রতিনিধি : পিরোজপুরে ইন্দুরকানীতে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার সকাল ৬টায় উপজেলা চত্বরে ৩১বার তোপোধ্বনীর মাদ্যমে দিনের শুভ সুচনা করা হয়। সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপজেলা প্রসাশনের পক্ষে উপজেলা চেয়ারম্যান এ্যডম এমমতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল-মুজাহীদ, মুক্তি যোদ্ধা ও উপজেলা আওয়ামিলীগ সহ-সভাপতি আঃ লতিফ হাওলাপদার,উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, উপজেলা ভাইস দিরুবা মিলন , রুহুল আমিন বাঘা,সাবেক উপজেলা আওয়ামিলীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মৃধাসহ আওয়ামিলিগ, যুব লীগ, ছাত্রলীগ নেতৃবিন্দ উপস্থিত ছিলেন। শ্রাদ্ধা নিবেদন করেণ উপজেলা প্রশসাশনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারি ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবিন্দ।
পরে জাতির জনকের জন্মদিন উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জোহরের নামাজ বাদে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি দোয়া করা হয়।