শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থণকারী মো. এনায়েত হোসেন শিকদার (৫২)কে প্রতিপক্ষের নৌকার চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থক কর্তৃক অপহরনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে ইন্দুরকানী উপজেলা পরিষদের সামনে এ ঘটনাটি ঘটেছে । এ ঘটনায় ওই স্বতন্ত্র প্রার্থী মোঃ হাবিবুর রহমান উপজেলা নির্বাচন অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অপহৃত এনায়েত হোসেন শিকদার উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামের মোশারেফ শিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শুক্রবার দুপুরে ওই ইউনিয়নের প্রার্থীদের যাচাই-বাছাইয়ের কাজ চলছিল। এ সময় ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমানের প্রার্থীতার মনোনয়ন ফর্মের প্রস্তাবকারী মো. এনায়েত হোসেন শিকদার উপজেলা মাঠে পৌছলে প্রতিপক্ষের আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী কবির হোসেন বয়াতীর, তার ছেলে নবীন বয়াতীর ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিন হাওলাদারের নেতৃত্বে সাইদুল বয়াতী,খলিল বয়াতি, ইসমাইল বায়াতিসহ আরও কয়েকজন তাকে অপহরন করে মোটর সাইকেলে করে তুলে নিয়ে যায়।
এব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মোঃ হাবিবুর রহমান জানান, মনোনয়ন যাচাই বাছাই চলাকালীন সময়ে আমরা উপজেলা পরিষদের সামনে আসলে আমাদেরকে আ’লীগ প্রার্থী কবির হোসেন বয়াতী ও তার ছেলে নবীন বয়াতী সহ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন হাওলাদার আমাদের উপর হামলা করে। এসময় আমার সমর্থণকারীকে পুলিশের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। আমি এব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহন করব।
অপরদিকে নৌকার চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন বয়াতী জানান, শুনেছি এক প্রার্থীর সমর্থণকারীকে অপহরণ করা হয়েছে। তবে কে বা কারা অপহরণ করেছে তা আমি জানি না।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার এএসএম রোকনুজ্জামান খান জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থণকারীকে অপহরণ করা হয়েছে মর্মে একটি লিখিত অভিযোগ পাওযা গেছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নিতে ওই লিখিত অভিযোগটি থানায় পাঠানো হচ্ছে।