শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
কিয়ারা আদবানি এখন তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় পার করছেন। পর পর কয়েকটা ব্লকবাস্টার হিট সিনেমা দিয়ে তিনি এখন বলিউডের প্রযোজক-পরিচালকদের প্রথম পছন্দ হিসেবে গণ্য হচ্ছেন। সঙ্গে নানা ব্র্যান্ডের বিজ্ঞাপন তো আছেই। কিয়ারাকে দেখতেও সুন্দর আর অভিনয়টাও তিনি মন্দ করেন না। যদিও সমালোচকরা বলেন, নেপোটিজমের বির্তকের কারণেই সে উঠে এসেছে। তবে এই নিয়ে কোনও মন্তব্য করেননি কিয়ারা। কারণ তাকে কথা কম, কাজ বেশির সুপরামর্শ দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।
কিয়ারা বলেছেন, সালমান নবাগত অভিনেতা, অভিনেত্রীদের এমন কিছু পরামর্শ দেন যা তাদের শুধু অনুপ্রাণিতই করে না, ক্যারিয়ারকে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করে। সালমন কিয়ারাকে বলেছিলেন, ” একমাত্র কঠোর পরিশ্রমই বলিউডে শেষ কথা বলে। তাই বেশি কথায় কান না দিয়ে নিজের কাজটা করে যাও!” এর আগে তিনি নায়িকাকে বলেছিলেন তার নাম পাল্টে ফেলতে। অনেকেই জানেন না, কিয়ারার প্রকৃত নাম ছিল আলিয়া। কিন্তু কিয়ারা যখন বলিউডে আসেন তখন সেখানে ইতিমধ্যেই সিংহাসনে জাঁকিয়ে বসে আছেন আলিয়া ভাট। এই ভেবেই সালমান এই কথা বলেন।
কিয়ারার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। বলিউডে গুঞ্জন, তিনি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্কে আছেন। যদিও সিদ্ধার্থ বা কিয়ারা কেউই এই ব্যাপারে সরাসরি কোনও কথা বলেননি। অথচ বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া থেকে শুরু করে কফি খাওয়া, সব কিছুতে তাদের দেখা যায়।
বিক্রম বাত্রার বায়োপিক শেরশাহতে দু’জনে একসঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন। কার্গিল যুদ্ধের সৈনিক ছিলেন বিক্রম। এছাড়াও কার্তিক আরিয়ানের বিপরীতে ভুলভুলাইয়া ২ এবং বরুণ ধাওয়ানের সঙ্গে যুগ যুগ জিওতে দেখা মিলবে কিয়ারার।