শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল : পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন করায় পাষন্ড স্বামী নাসির উদ্দিন (৩৫) কে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নাসির উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের জালাল সিকদারের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত রুমানা বেগম চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে এ মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মিরুখালী গ্রামের মাওলানা মালেক এর মেয়ে রুমানা বেগমের সাথে বকসির ঘটিচোরা গ্রামের জালাল সিকদারের ছেলে নাসিরের ৩ বছর আগে বিয়ে হয়। মেয়ের সুখের কথা চিন্তা কওে বাবা জমি বিক্রয় কওে প্রয়োজনীয় মালামাল ও নগদ তিন লাখ টাকা জামাতার হাতে তুলে দেয়। জামাতা নাসির সেই টাকায়ই মঠবাড়িয়া পৌর শহওে ওষুধের ব্যবসা করে আসছে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই নাসির যৌতুকের দাবীতে প্রতিনিয়ত স্ত্রী রুমানাকে শারিরীক ও মানষিক নির্যাতন শুরু করে। দাম্পত্য জীবনে তাদের ঘরে দুটি কন্যা সন্তানের জন্ম নেয়। শুক্রবার সকালে আবারও যৌতুক দাবী করলে কথার কাঁটাকাটির এক পর্যায় নাসির স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাফর জানান, গ্রেপ্তারকৃত নাসিরকে শনিবার দুপুওে আদালতে সোপর্দ করা হয়েছে।