বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জনপ্রিয় ও সফল ইউপি সদস্য দ্বীপাঙ্কর মেম্বরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে।
৭নং ওয়ার্ডের ( নরেরকাঠী গ্রামের) ইউপি সদস্য দ্বীপাঙ্কর মেম্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।
এমন অভিযোগের পরে ওই এলাকায় সরেজমিনে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জানা যায় দুবারের সফল ইউপি সদস্য দ্বীপাঙ্কর তাদের কল্যানে কাজ করে জনপ্রিয়তার শীর্ষে থাকায় জনতার অনুরোধে এবারেও তাকে প্রার্থী হতে হয়েছে। তবে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এলাকার একটি কুচক্রি মহল তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র মূলক কর্মকান্ডে লিপ্ত হয়েছে। যার সাথে বাস্তবে কোন মিল খুঁজে পাওয়া যাবেনা বলেও স্থানীয় অনেকে জানান। তার ওয়ার্ডে যারা সরকারি ভাতা পেয়েছেন, ভাতার বিনিময়ে তাদের কারো কাছ থেকে কোন ধরনের সুবিধা কিংবা কোন প্রতিদান নেয়া হয়নি । সদর ইউনিয়ন একটি স্বচ্ছ গ্রাম্য এলাকা, সেটাকে শহুরে রূপদান করার জন্য সকল প্রকার কার্যক্রম চলমান রয়েছে। সফল মেম্বর হিসেবে দ্বীপাঙ্কর এলাকার ছোট বড় সবার অন্তরে স্থান করে নিয়েছেন। কোন কোন ক্ষেত্রে শত ভাগ সফলভাবে গ্রামীণ অবকাঠামো পূর্ণতায় পর্যবেশিত করা হয়েছে। যা দেখে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি মহল। এ বিষয়ে সদর ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউপি সদস্য দ্বীপাঙ্কর’র বিরুদ্ধে তার কাছে কখনও কোন অভিযোগ আসেনি। তার ইউনিয়নে সাধারণ মানুষের কাছ থেকে কোন প্রকার অর্থ নেয়া হয়েছে সে রকম কোন অভিযোগও তিনি কখনও পাননি। তবে তার কাছে কেউ যদি কোন অভিযোগ করেন তার তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যপারে ইউপি সদস্য দ্বীপাঙ্কর জানান, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে তার প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতেই পারে। সর্বপরি জনগন তার সাথে আছেন। এটাই তার বড় অর্জন এবং সুষ্ঠ ভোট হলে তিনি ৯০% ভোট পেয়ে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।