শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
হেফাজতে ইসলামের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এ সময় স্থানীয় প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ সময় সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রোববার সকাল ১১টা থেকে জেলা শহরের বিভিন্ন এলাকায় এই হামলা, ভাংচুর ও আগুন দেয়াসহ সংঘর্ষ শুরু হয়। এর আগে সকাল থেকে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছিল হেফাজতের নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে হামলা ও আগুন দেয়া শুরু করে নেতাকর্মীরা।
সকালেই বিক্ষোভ মিছিল থেকে শহরের পীরবাড়ি এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। শহরের পৈরতলায় পুলিশ ও বিজিবির সদস্যদের সাথে সংঘর্ষ হয়। একপর্যায়ে হামলাকারীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের বাড়ি, সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়ি, জেলা পরিষদ ভবন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এবং ধীরেন্দ্র নাথ ভাষা চত্বরের বিভিন্ন লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেয়। আওয়ামী লীগ অফিস ভাংচুর ও মুক্তমঞ্চে আগুন ও দেয় তারা।
এদিকে প্রেসক্লাবে হামলার সময় অন্তত ৩০ জন সাংবাদিক প্রেসক্লাবে অবরুদ্ধ হয়ে পড়ে। একপর্যায়ে হামলাকারীরা প্রেসক্লাবে ভাংচুর করে চলে যায়।
এসব বিষয়ে কথা বলার জন্য ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানের ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।