শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় পৃথক পৃথক মামলা হবে। ২৬ মার্চের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। ২৭ ও ২৮ মার্চের প্রতিটি ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এসব ঘটনায় কোনো অপরাধী ছাড় পাবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন।
সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের ডাকা হরতালের দিন ও তার আগের দিনে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, অপরাধী যে কেউ হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না। প্রতিটি প্রতিষ্ঠান থেকে মামলা দেয়ার প্রক্রিয়া চলছে। আলামত সংগ্রহের জন্য বিশেষ টিম ডাকা হয়েছে। তারা এসে আলামত সংগ্রহ করে মামলা দিবে। মোবাইল ফুটেজ ও বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এসব ফুটেজের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করা হবে।
পুলিশের ব্যর্থতা আছে কি-না জানতে চাইলে ডিআইজি বলেন, এটি খতিয়ে দেখা হবে। এমন কোনো ঘটনা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ওস্তাদ আলাউদ্দিন খা সঙ্গীতাঙ্গন, উপজেলা ভূমি অফিস, মুক্তমঞ্চসহ হামলায় ক্ষতিগ্রস্ত সকল এলাকা পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন ডিআইজি।
এ সময় তার সাথে অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন, জাহিদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো: আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর দফতর মো: আবু সাঈদ উপস্থিত ছিলেন।
পরে ডিআইজি মো: আনোয়ার হোসেন জেলার আশুগঞ্জে মেঘনা নদীর উপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সেতুরপ্লাজায় হরতালকারীদের হামলায় ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।