শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে টোলপ্লাজা সেখান থেকে থেকে ১৪ কেজি গাঁজা, ০২ টি পিকআপ ভ্যানসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
র্যাব সূত্রে প্রকাশ,প্রথম অভিযানে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার অনুমান ২০০ গজ পূর্ব দিকে ঢাকা- সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জাহিদ ভূইয়া (৩০), পিতা-হাজী আফসার আলী ভূইয়া, গ্রাম-চিলপাড়া, থানা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা গ্রেফতার করে এবং আরও একটি অভিযানে ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার অনুমান ২০০ গজ পূর্ব দিকে ঢাকা- সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ লিটন মিয়া (২৫), পিতা- মৃত ফজলুল হক, গ্রাম-ইব্রাহীমপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ১৪ কেজি মাদকদ্রব্য গাঁজা, ০২ টি পিকআপ উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে নিয়ে আসত। তারা বর্ণিত গাঁজার চালানটি রাজধানীর জনৈক ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে বলে ধৃত আসামীদ্বয় স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।