শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
পিরোজপুরের ভান্ডারিয়ায় ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুই ডায়রিয়া রোগীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- দক্ষিণ ভান্ডারিয়া মহল্লার মো. ফজলুল হকের স্ত্রী মমতাজ বেগম (৪৫) এবং কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের দুলাল হোসেনের ছেলে জাহিদ হাসান (৯ মাস)। এদের মধ্যে মমতাজ বেগমের করোনা নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, ডায়রিয়া রোগীতে ওয়ার্ড পরিপূর্ণ। মেঝে ও বারান্দাতেই কোথাও জায়গা ফাঁকা নেই। চিকিৎসকরা সেবা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে দিশেহারা হয়ে পড়েছেন রোগীর স্বজনরা। হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকায় মেঝে, করিডর এমনকি বারান্দাসহ যে যেখানে পারছেন চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ননী গোপাল রায় ডায়রিয়ায় দুই জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, ডায়রিয়া পরিস্থিতি প্রকট আকার ধারন করছে। এটা করোনাভাইরাসের কারণেও হতে পারে। গড়ে প্রতিদিন ৪০ থেকে ৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।
তিনি আরও বলেন, ওষুধপত্র এখন পর্যন্ত যা আছে আমরা সামাল দিয়ে চলছি। তবে এরকম পরিস্থিতি চলতে থাকলে ওষুধ সংকট দেখা দিবে। প্রয়োজনীয় ওষুধ পাওয়ার জন্য সিভিল সার্জনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রাখছেন বলেও জানান তিনি।