শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় স্বৈরাচার পতনের এক বছর উপলক্ষে গৌরবময় জুলাই আন্দোলনের শহীদ এমদাদুল হকের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল নয়টায় উপজেলার ৫নম্বর ধাওয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ধাওয়া গ্রামে শহিদের কবরে এ শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পিরোজপুর পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদের কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক স্থানীয় সরকার) মো.সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাণ্ডারিয়া-মঠবাড়িয়া সার্কেল) মো. শাখাওয়াত হোসেন, ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ সোহেল মনজুর সুমন, জামায়াত ইসলামীর উপজেলা আমীর মাওলানা মোঃ আমীর হোসাইন, শহিদ এমদাদুল হকের বাবা মো. ছোবাহান হাওলাদারসহ পিরোজপুর জেলা প্রশাসনের সকল দপ্তর, ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের সকল দপ্তর, পৌরসভা এবং বিভিন্ন রাজনৈতিকদল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয়রা দোয়ায় শরিক হন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাতে শহীদ এমদাদুল হকের রুহের মাগফিরাত কামনা করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুলাই উত্তপ্ত ঢাকার রাজপথে ইতিহাস রচনার প্রাক্কালে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত সহিংসতায় শহীদ হন ভাণ্ডারিয়ার এমদাদুল হক।