শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপির দুই গ্রুপের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে পৌর শহরের রিজার্ভ পুকুর পারে ভান্ডারিয়া উপজেলা বিএনপির এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভপতি আমম্মেদ সোহেল মন্জুর সুমনের সভাপতিত্ব উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আযাদ, রুহুল হোসেন মুন্সী, সদ্য সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হাই হাওলাদার, সিকদার জাকির হোসেন বাচ্চু, মোঃ মনোয়ার হোসে পলাশ, মোঃ ত্বহা, পৌর বিএনপির সদ্য সাবেক আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদ্য সাবেক সদস্য সচিব মাসুদ রানা পলাশ, শ্রমিক দলের সভাপতি ইমান আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি, পৌর স্বেচ্চাসেবক দলের আহবায়ক আহম্মেদ মারুফ তালুকদার, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শফিক রোজা প্রমূখ।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য মাইলফলক। এই দিনে ভান্ডারিয়ার সাহসী সন্তান শহীদ এমদাদুল হকসহ অনেকে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে জীবন দিয়েছেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে নতুন করে আন্দোলনের প্রেরণা জোগায়।