শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
ভাণ্ডারিয়ায় পিরোজপুর জেলা প্রশাসকের এক ব্যতিক্রমধর্মী পরিকল্পনায় উপজেলার ১৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “নিজ গ্রাম সম্পর্কে জানি” শীর্ষক পরীক্ষা। পরীক্ষা শেষে ফলাফলের ভিত্তিতে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
জানাগেছে, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এই উদ্যোগের মূল পরিকল্পনাকারী। তার লক্ষ্য প্রতিটি শিক্ষার্থী যেন নিজের গ্রাম, ইউনিয়ন, উপজেলার ইতিহাস, সংস্কৃতি, জনপদ ও পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা রাখে। এই পরীক্ষার মাধ্যমে শিশুদের মাঝে জন্মস্থান সম্পর্কে জানার আগ্রহ তৈরি হবে বলে মনে করছেন শিক্ষকরা।
৬৭নং নিজ ভান্ডারিয়া মাডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আব্দুল রাজ্জাক বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, ঐতিহ্যচর্চা এবং সচেতনতা বাড়াবে।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে এসে জানান, জেলা প্রসশকের নির্দেশনা অনুযায়ী উপজেলার সকল বিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রশ্নপত্রে গ্রামের নাম, ঐতিহ্য, নদী, খাদ্যাভ্যাস, লোকসংস্কৃতি ইত্যাদি বিষয়ে প্রশ্ন ছিল। বিদ্যালয় পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার কাওসার আহম্মেদ প্রমূখ।