শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হোসেন।
সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর মাহমুদ হোসেন বলেন, “জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে কাজ করবো। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
এ্যাডহক কমিটিতে রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠকদের নিয়ে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, অচিরেই নতুন কার্যক্রম হাতে নেওয়া হবে।
মাহমুদ হোসেনের সদস্য নির্বাচিত হওয়ায় স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তার নেতৃত্বে জেলার খেলাধুলার মানোন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।