শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিন বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় সমবেত হন। পরে শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তাব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন বিপ্লব প্রমূখ।
আলোচনা সভায় আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনের নাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ ও ভিশন নিয়ে দলটি প্রতিষ্ঠা করেছিলেন তা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে আরো শক্তিশালী হতে হবে।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ দলের প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।