শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির কালভার্ট সংলগ্ন খাল থেকে মো. ইব্রাহীম হাওলাদার (৩২) নামের এক দিন মজুরের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। সে ওই ওয়ার্ডের মৃত গণী হাওলাদারের ছেলে এবং দুই শিশু সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানাগেছে, ইব্রাহীম ঐ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মহারাজ মাস্টারের বাড়ির নারিকেল গাছ পরিস্কারের জন্য শুক্রবার আনুমানিক দুপুর আড়াইটার দিকে গাছে ওঠে এসময় গাছ সংলগ্ন (পল্লী) বিদ্যুতের স্পর্শে নিচে একটি খালে পরে তার মৃত্যু ঘটে।
৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছিদ্দিকুল ইসলাম তালুকদার জানান, ছেলেটি আমাদের এলাকাসহ বিভিন্ন এলাকায় নারিকেল গাছ বাছাইয়ের জন্য দিনমজুর হিসেবে কাজ করত। তার আড়াই বছর ও তিন মাসের দুটি ছেলে সন্তান আছে। শুক্রবার দুপুরে গাছ বাছাইয়ের জন্য মাস্টারের (মহারাজ) বাড়িতে গিয়ে নারিকেল গাছে ওঠে এবং গাছের উপর পল্লী বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে স্থানীয় ফরাজি বাড়ির খালে পরে। আশে পাশে কোন মানুষ না থাকায় খালেই মৃত অবস্থায় পরে থাকে। খোঁজ পেয়ে স্থানীয়রা ঘটনা স্থলে গিয়ে থানা পুলিশে খবর দেয়।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছিলাম। ধারনা করা হচ্ছে নারিকেল গাছ পরিস্কারের জন্য গাছে ওঠে। গাছের পাশেই পল্লী বিদ্যুতের তার ছিল, তারের স্পর্শে নিচে একটি খালে পরে তার মৃত্যু ঘটে। পোষ্টমোটেমের পরে প্রকৃত ঘটনা বলা যাবে।