শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর জেলা হাসপাতালে আকষ্মিক ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার চার দালালকে আটক শেষে জরিমানা করেছে। এরা হল স্থানীয় সততা ডায়াগোনেষ্টিক সেন্টারের কর্মচারি এনামুল হক অপু, আলামিন, সজিব ও নাঈম শেখ। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ ইয়াসিন খন্দকার। পরে আটককৃত দালালদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নির্দেশে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কে. এম মিজানুল হকের নেতৃত্বে দারোগা এসআই দেলোয়ার হোসাইন জসিম, এএসআই অলিউল্লাহসহ আরও কয়েকজন সদস্য অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে আটক দালাদের প্রত্যেককে অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। আটককৃতদের স্বিকারোক্তিতে তারা জানায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা গরীব, অস্বচ্ছল ও অসহায় রোগীদের নানাভাবে ফুসলিয়ে ও ফাঁদে ফেলে সততা ডায়াগোনেষ্টিক সেন্টারে নিয়ে যাওয়া হত এবং সেখানে গলাকাটা দাম রাখা হত।