কাউখালী প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে হাটের দিনে অটোরিকশা ও পথচারীর ঠাসা-ঠাসিতে জন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কাউখালী দক্ষিণ বাজার হাটের দিনে বাজারে ঢোকা মুশকিল হয়ে পড়েছে। ডাকবাংলো সড়ক থেকে কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয় সড়ক হয়ে
চিরাপাড়া ব্রিজ পর্যন্ত হেঁটে যাওয়া মুশকিল হয়ে পড়েছে। এই গুরুত্বপূর্ণ সড়কটি অটো রিক্সার দখলে থাকে। এরা পাল্লা দিয়ে চলাচল করে। অধিকাংশ অটোচালক অদক্ষ ও প্রশিক্ষণ বিহীন। যার ফলে প্রায় দিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটেই থাকে। কর্তৃপক্ষের নজরে আসে না। অথচ এই সড়ক দিয়ে সরকারি, বেসরকারি লোকজনসহ থানার গাড়ি চলাচল করে। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধিরা এই সড়ক দিয়ে চলাচল করলেও কেউ কোন প্রতিবাদ করছে না। শুক্র ও সোমবার হাটের দিনে যানজট চরম আকার ধারণ করে। এদিকে ফুটপাতগুলো দোকানদারদের দখলে। বাজারে আসা সাধারণ জনগণ কিভাবে বাজার ভিতর ঢুকবে এটাই সাধারণ জনগণের প্রশ্ন? অটো চালকরা রাস্তার উপরে থামিয়ে যাত্রী উঠানামা করে। তারা রাস্তার পাশে অবস্থান না করে রাস্তার মাঝেই অটো নিয়ে যাত্রীর অপেক্ষায় থাকে। প্রতিবাদ করতে গেলে উল্টো তাদের ধমকে পরা লাগে।
বাজারে আসা ক্রেতা শামসুল আলম বলেন, কাউখালী দক্ষিণ বাজারের বাজারের দিনের সড়কের এরকম বেহাল দশা কবে শেষ হবে। অটো চালকদের নির্ধারিত একটা স্থান না করে দিলে আমাদের দুর্ভোগ কখনো শেষ হবে না।
এ ব্যাপারে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি আমার নজরে এসেছে অবিলম্বে এই সমস্যার সমাধান করা হবে।