শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর জেলা বিএনপির ৪ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন এ কমিটিতে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন জেলার প্রবীণ নেতা নজরুল ইসলাম খান। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন দলের নিবেদিত সংগঠক সাইদুল ইসলাম কিসমত। যুগ্ম আহবায়ক হিসেবে রাখা হয়েছে এলিজা জামান কে, যিনি নারী নেতৃত্বকে সামনে আনতে সক্রিয় ভূমিকা রেখেছেন। এছাড়া, কমিটিতে সদস্য হয়েছেন সদ্য সাবেক আহবায়ক আলমগীর হোসেন, যিনি আগে থেকেই দলের মাঠপর্যায়ের কার্যক্রমে সক্রিয় ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে সুসংগঠিত করতেই এই কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।