শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
মোঃ দেলোয়ার হোসেন নাজিরপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলার নাজিরপুর বৈঠাকাটা এলজিইডি সড়কে ব্যাটারী চালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ৯জন আহত ২জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার বেলা অনুমানিক ২,৩০মিনিটের সময় নাজিরপুর এলজিইডি সড়কের চানঁদকাঠী ডাকুয়াবাড়ী নামক স্থানে, ব্যাটারী চালিত ইজিবাইক গাড়ি, নাজিরপুর থেকে বৈঠাকাটা যাওয়ার উদ্দেশ্যে গাওখালী বাজারে থেকে যাত্রী নিয়ে চানঁদকাঠী ডাকুয়াবাড়ী সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। যাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এসে ওই ইজিবাইকের যাত্রীদের উদ্ধার করে নাজিরপুর এবং স্থানীয় বৈঠাকাটা বাজারে চিকিৎসার জন্য পাঠানো হয় । গুরুতর ২জনকে বরিশাল শেরেইবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয় ।
স্থানীয় বৈঠাকাটা বাজার পুলিশ (তদন্ত কেন্দ্র) ইর্নচাজ এসআই বিপুল চক্রবর্তী জানান, আহত লিপি(১৯) স্বামী জাহিদূল ইসলাম গ্রাম যুগিয়া, আনোয়ারা বেগম(৬০)স্বামী জালাল গ্রাম যুগিয়া, মোঃ জালাল শেখ (৬৫) পিতা তোরাব আলী শেখ গ্রাম যুগিয়া, সুমন মন্ডল(৩৫) পিং মৃত: রসময় মন্ডল,গ্রাম বিল ডুমুরিয়া, স্থানীয় সাবেক মেম্বার আঃ রাজ্জাক (৭৫),গ্রাম চাঁনদকাঠী, মুসলিমা(১৬) পিতা মোঃ মহসিন, গ্রাম সনিয়া আক্তার(১৬)পিতা মোঃ জাহারুল ইসলাম,মোসা: সুমাইয়া(১৬) পিতা মিজানুর রহমান,মোসা: সুরমা আক্তার পিতা মোঃ মোস্তফা গ্রাম চাঁনদকাঠী।তিনি আরো জানান, গুরুতর মেম্বার আঃ রাজ্জাক ও সুরমা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
আহত সুমন(৩৫) মন্ডল জানান আমি ওই ইজিবাইকের সামনে বসা ছিলাম গাড়ি ওভারটেক করার সময় হঠাৎ উল্টে যায় ।
এ এস আই মোঃ আরিফ জানান ,ঘাতক ইজিবাইক আটক করা হয়েছে। চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় জন সাধারণ বলেন, ঝুকিপূন্য গাড়ি, অদক্ষ চালকের কারনে দূর্ঘটনা ঘটছে ।