মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর ইকবাল হোসেন লিংকন মোল্লাকে (২৩) মঙ্গলবার গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ইকবাল হোসেন পিরোজপুর সদর উপজেলার পশ্চিম চর কদমতলা গ্রামের আশ্রাব আলী মোল্লার পুত্র। থানা সূত্রে জানাগেছে একই উপজেলার একপাই জুজখোলা গ্রামের সৌদি আরব প্রবাসী মোঃ মেজবাহ উদ্দিন মহারাজ মোল্লার স্ত্রী ফাতিমা আক্তারকে (২৫) তার ঘরে ঢুকে কয়েক দিন আগে ধর্ষণ করে। সে ধর্ষিতার মামাত দেবর। গত কাল ২৪ ডিসেম্বর ফাতিমা আক্তার বাদি হয়ে ইকবাল হোসেন লিংকন মোল্লার বিরুদ্ধে সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। এক সন্তানের জননী ধর্ষিতা ফাতিমা আক্তারকে পরীক্ষার জন্য ডাক্তারের কাছে প্রেরণ করা হয়েছে।