শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেন, নেতা-কর্মীদের আওয়ামীলীগকে বাচিয়ে রাখার জন্য আওয়ামীলীগ পরিবারে মিলেমিশে থাকতে হবে। সহমর্মিতা থাকতে হবে। কেউ কাউকে শত্রু মনে করবেন না। সকলের কাছে অনুরোধ দলকে দুর্বল করা যাবে না। দলকে দুর্বল করলে আমি আপনি কেউই থাকবোনা। আওয়ামীলীগকে ক্ষমতায় থাকলে আমরা ভালো থাকবো। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং তার নেতৃত্বে দলকে সকলে একত্রিত থাকার মাধ্যমে দলকে শক্তিশালী করতে হবে। আওয়ামীলীগের রাজনীতির ধারাবাহিকতায় অনেক মানুষকে জীবন দিতে হয়েছে অনেক মানুষকে রক্ত দিতে হয়েছে ও অনেক মানুষকে সম্মান দিতে হয়েছে। তাদের অনেকে কিছুই পায়নাই। তিনি বৃহষ্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগ পিরোজপুর পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে অতিথি এ কথা বলেন। পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. খান মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধার এ কে এম এ আউয়াল। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান খান তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ শাহ আলম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিবুর রহমান খালেক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফুলু, জেলা আওয়ামলীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামীলীগের সদস্য তৌহিদুল ইসলাম হিরু। সঞ্চালনায় ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না। পরে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।