শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
বেসরকারি ব্যবস্থাপনায় ২০২০ সালের হজের প্রাক নিবন্ধন শুরু হচ্ছে আগামী ২ মার্চ। চলতি বছর সাধারণ ও ইকোনমি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য কুরবানি ছাড়া ২টি প্যাকেজ মূল্য রয়েছে। সাধারণ প্যাকেজে সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৩ লাখ ৬১ হাজার ৮০০ টাকা। ইকোনমি প্যাকেজের মূল্য ৩ লাখ ১৭ হাজার টাকা। এছাড়াও স্ব-স্ব এজেন্সি প্যাকেজ করতে পারবে।
হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার বাংলাদেশি হজ পালন করতে পারবেন। হাবের দুটি প্যাকেজ ছাড়াও প্রত্যেক এজেন্সি স্ব-স্ব প্যাকেজ করতে পারবে, তবে কোনো প্যাকেজই হাব ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্য থেকে কম হতে পারবে না।
হাব সভাপতি আরও বলেন, প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকার অতিরিক্ত কোনো ফি আরোপ করলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং তা হজ যাত্রীকে অবশ্যই পরিশোধ করতে হবে। হজ প্যাকেজের অর্থ শুধুমাত্র সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে অথবা সরাসরি এজেন্সিতে জমা দিয়ে রশিদ সংরক্ষণ করবেন। কোনোভাবেই মধ্যস্বত্ত্বভোগীদের মাধ্যমে কোনো প্রকার লেনদেন করা ঠিক হবে না।
শাহাদাত হোসাইন তসলিম বলেন, কুরবানি খরচ বাবদ প্রত্যেক হজযাত্রীকে সৌদি রিয়াল ৫২৫ সমপরিমাণ টাকা সঙ্গে নিতে হবে।
সংবাদ সম্মেলনে হাবের কেন্দ্রীয় ও বিভিন্ন জোনের নেতারা উপস্থিত ছিলেন।