শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
চরফ্যাশন উপজেলার দুলারহাট বাজারে গত সোমবার (২রা মার্চ) সংবাদ প্রকাশের জের ধরে প্রকাশ্যে দৈনিক আমাদের বরিশাল পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি সাংবাদিক কবির ও তার ছেলে হাসান এবং সাংবাদিকের স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় দুলারহাট আদর্শ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি হান্নান পন্ডিতকে প্রধান আসামি করে দুলারহাট থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং০১ তারিখে ৩মার্চ।
এদিকে, সাংবাদিক কবির ও তার স্ত্রী অবস্থা আশঙ্কার কারণে চরফ্যাশন হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে কবির জানান, আমি দীর্ঘদিন যাবৎ সাংবাদিক পেশায় কাজ করছি আমি ও আমার পরিবার আওয়ামী লীগ পরিবার আমি ২০০৩ সালে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সদস্য’র মধ্য দিয়ে সংগঠনের কাজ শুরু করি।
এ ব্যাপারে দুলারহাট থানার অফিসার ইনচার্জ জানান, সাংবাদিককে মারধরের ঘটনাটি সত্য তদন্ত করে মামলা এজাহার ভুক্ত করেছি। দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এদিকে, ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি হান্নান পন্ডিতকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন দুলারহা প্রেস ক্লাবের সংবাদকর্মীরা।