শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১০টা ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই শ্লোগানে সমাবেশ কর্মসূচি পালনের সময় উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওহাব এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ শামসুল ইসলাম, জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম প্রমুখ। অনুষ্ঠানে সহযোগীতা করেন ভান্ডারিয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।