শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
“কৃষিই সমৃদ্ধি”- এ শ্লোগানকে ধারন করে পিরোজপুরে বুধবার থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী কৃষি মেলা। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের যৌথ আয়োজনে কৃষি মেলায় প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ বশির আহমেদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবু হেনা মোঃ জাফর, উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেক ও উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কমৃচারি ও কৃষকবৃন্দ মেলায উপস্থিত ছিলেন। মেলায় মোট ২০টি স্টল স্থান পেয়েছে।