শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
সুমন খান বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় ফেরিঘাট থেকে ৬ বছরের শিশু শিক্ষার্থী জান্নাত নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর পাওয়া গেছে। গত বরিবার রাত প্রায় ১২ টা ২০ মিনিটে বানারীপাড়া বন্দর বাজারের ফেরি ঘাটের দক্ষিন পাশে নতুন রাস্তার চরে জান্নাতের দেহ ভেসে উঠলে স্থানীয় জনগণ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসে খবর পাঠালে ফায়ার সার্ভিস এসে জান্নাতের দেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে। পুলিশ জান্নাতের পরিবার’কে খবর দিয়ে জান্নাতের দেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে।শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় জান্নাতের লাশ তাদের গ্রামের বাড়ি বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের পারিবারিক কবরস্থানে জানাজা সম্পন্ন করে গতকাল দুপুরে দাফন করা হয়। উল্লেখ্য শিশু জান্নাত উদয়কাঠি গ্রামের অটোচালক জাহাঙ্গীর হোসেনের একমাত্র মেয়ে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফেরির ওপর ট্রলারের অপেক্ষায় থাকা মা-বাবার কাছ থেকে মুহূর্তেই সে হারিয়ে যায়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে প্রথমে বানারীপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এবং পরে বরিশালের ডুবুরী দল এসে শনিবার রাতভর এবং রবিবার সকালে ফেরিঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পায়নি। জান্নাতকে বরিশালে ডাক্তার দেখিয়ে বানারীপাড়া হয়ে উদয়কাঠির নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে বানারীপাড়া ফেরিঘাটে মা-বাবা ও ভাই সহ চারজন ট্রলারের অপেক্ষা করছিল। এসময় সবার চোখের অলক্ষে মুহুর্তেও মধ্যে শিশু জান্নাত হারিয়ে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। জান্নাতকে হারিয়ে মা-বাবা পাগল প্রায়।