শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে শতাধিক শিশুদের নিয়ে ভা-ারিয়ায় ৬০ ফুট দৈর্ঘ্যের এবং ৪ ফুট প্রস্থের বিশাল আকৃতির কেক কেটে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম। এসয়ম তার বড়ভাই পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দীন মহারাজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু, সহসভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, টুঙ্গিপাড়া আওয়ামীলীগদপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার সহ আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ১৭ মার্চ রাত ঠিক ৮ ঘটিকার সময় আকাশে সোনালী-লাল-নিল সবুজ রংএর মুহুর্মুহু আতশ বাজি পুড়িয়ে রাতের আকাশটাকে আলোকিত করে ভা-ারিয়া বিহারী লাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল নৌকা আকৃতির মঞ্চে বঙ্গন্ধুর শততম জন্মদিনে এ কেক কাটা হয়। এসময় শতাধিক শিশুকে বঙ্গবন্ধুর সাজে সাদা পাজামা-পাঞ্জাবি, মুজিব কোর্ট ও চশমা পড়িয়ে নেতা কর্মীরা উৎসবে মেতে উঠে নেতা কর্মীরা।