শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নবজাতকটি এখন পর্যন্ত চীনের সবচেয়ে কম বয়সী রোগী এবং ভাইরাস থেকে নিরাময় করেছেন। শুক্রবার তিনি ওষুধের সাহায্য ছাড়াই নিজের থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পরে হাসপাতাল ছেড়েছিলেন।
এদিকে চীনের হুবেই প্রদেশের জন্য কিছুটা স্বস্তির খবর। সেখানে নতুন করে আর কেউ করোনায় আক্রান্ত হয়নি। জাতীয় স্বাস্থ্য কমিশন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, নতুন করে যে ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে তারা বিদেশি নাগরিক। ধারণা করা হচ্ছে তারা অন্য দেশ থেকে আক্রান্ত হয়েই চীনে প্রবেশ করেছে। ওই শহরের কোনো বাসিন্দা নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যারা নতুন করে আক্রান্ত হচ্ছে তারা সেখানকার বাসিন্দা নয়। বুধবারও নতুন করে উহান শহরে কারো আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
সুত্র ডেইলি বাংলাদেশ