মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
করোনাভাইরাসে বাংলাদেশে নতুন করে আরো তিনজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে দুজন বিদেশ থেকে এসেছেন আর অন্যজন বিদেশ ফেরতদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন।
আজ রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
আইইডিসিআর পরিচালক বলেন, দেশে সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৭ জন। দুজন মারা গেছেন। পাঁচজন সুস্থ হয়েছেন এবং ২০ জন চিকিৎসাধীন।