শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে হারুন অর রশিদ (৬৮) নামে এক মুক্তিযোদ্ধাকে বেধরক পিটিয়ে আহত করেছেন উপজেলা আইন-শৃঙ্খলার কমিটির সদস্য (নিকাহ রেজিষ্ট্রার) মাহমুদ কাজী ও তার ভাই মামুন খন্দকার। এসময় ওই মুক্তিযোদ্ধার ছোট ভাই ফিরোজ খন্দকারকে মারধর করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার বিকেলে উপজেলার বেতমোর গ্রামে এঘটনা ঘটে। মঠবাড়িয়া থানা পুলিশ রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেছে। মাহমুদ কাজী ও মামুন খন্দকার ওই গ্রামের তৎকালীন ইউনিয়ন শান্তি কমিটির সাধারণ সম্পাদক মৃত. মজিবর খন্দকার এর ছেলে।
আহত মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ জানান, তার জমির সীমানার মধ্য দিয়ে প্রতিবেশী মাহমুদ কাজী পাকা সিড়ি স্থাপন করতে গেলে তিনি বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাহমুদ কাজী ও তার ভাই মামুন খন্দকার তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। এসময় তার ভাই ফিরোজ খন্দকার বাধা দিতে গেলে তাকেও মারধর করে।
এ বিষয়ে অভিযুক্ত মাহমুদ কাজীর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাচ্চুমিয়া আকন এঘটনার নিন্দা জানিয়ে শাস্তির দাবী জানান। মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস জানান, তদন্তে দোষী প্রমানিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।