শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভান্ডারিয়ায় স্কাউট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধের মৃত্যু ভান্ডারিয়ার চরখালী ফেরীতে বাসের ধাক্কায় অল্পেরর জন্য রক্ষা পেল অর্ধশত যাত্রীসহ বাস ॥ ৪ টি মোটর সাইকেল নদীতে॥ বাস চালক আটক পিরোজপুরে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা, বিক্ষোভ-মানববন্ধন কলেজ ছাত্রের আত্মহত্যা কাউখালীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরায় তিন জেলেকে কারাদণ্ড পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা রাজাপুরে মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কাউখালীতে অবৈধ ঝাটকা ও পঁচা মাছ বিক্রি! ৪ জেলেকে মোবাইল কোর্ট সাজা প্রদান করেন ভান্ডারিয়ায় ২৫ ও ২৬ এপ্রিল স্পেশালাইজড মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে ভান্ডারিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন ঝালকাঠিতে ট্রাক চাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ ঝালকাঠিতে ট্রাক-কার-অটোর সংঘর্ষ, নিহত ১২ বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু ভান্ডারিয়া পৌরসভা পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ক মতবিনিময় সভা নির্বাচনি এলাকার খাজনা মওকুফের ঘোষণা দিলেন মহিউদ্দিন মহারাজ কাউখালীতে কীটনাশক পান করে কৃষকের আত্মহত্যা কাউখালীতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে থাকা একটি পরিবারের ৪ জন সদস্য ভান্ডারিয়ায় পাসপোর্ট নিয়ে ফেরা হলো না ঘরে, সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু বুয়েট নিয়ে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা শাফায়েত হোসেন অভির কিছু কথোপকথন
চামচ গরম করে স্ত্রীর দুই হাত ঝলসে দিল স্বামী

চামচ গরম করে স্ত্রীর দুই হাত ঝলসে দিল স্বামী

চামচ গরম করে স্ত্রীর দুই হাত ঝলসে দিল স্বামী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা না দেওয়ায় স্টিলের চামচ গরম করে স্ত্রীর ২ হাতে ঝলসে দিয়েছে স্বামী। এরপর তার স্ত্রীকে ঘরে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

শনিবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি ভাংগনিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে গৃহবধূ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ বছর আগে কুমিল্লা জেলার দুর্গাপুর এলাকার রহমানের মেয়ে ফাতেমার সঙ্গে মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি ভাংগনিঘাট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে নজরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে শাহাদাত (৬) নামে এক সন্তানের জন্ম হয়।

বিয়ের সময় নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা ও আসবাবপত্রসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল দেয়া হয়। এরই মধ্যে নজরুল ইাসলাম মাদকাসক্ত হয়ে পরে। গত বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত নজরুল তার স্ত্রীর কাছে ৩ লক্ষ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকার জন্য প্রায় সময়েই স্ত্রী ফাতেমাকে মারধর করে।

গত শনিবার রাতে ফের য়ৌতুকের টাকার জন্য তার স্ত্রীকে চাপ দিলে তার মস্ত্রী টাকা দিতে অস্বীকার করে। পরে তার স্বামী স্টিলের চামচ গরম করে স্ত্রীর দুই হাতে ছেঁকা দেয় এবং ঘরে আটকে রেখে নির্যাতন চালায়।

তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ফাতেমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরদিন সকালে গৃহবধূ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ পাঠিয়ে নির্যাতনকারী নজরুলকে গ্রেপ্তার করেছে।

 

 

 

 

সুত্র বাংলাদেশ জার্নাল

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana
error: Content is protected !!