শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহউদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার দক্ষিন ভেচকি সুলতান হাওলাদারের বাড়ির দক্ষিন পাশের ধানক্ষেত থেকে ওই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই অজ্ঞাত যুবকের পরনে জিন্স প্যান্ট ও কালো রং এর জ্যাকেট ছিল। স্থানীয় ইউপি সদস্য হানিফ মাল জানান, রোববার বিকেলে স্থানীয় কৃষকরা ধানক্ষেত দিয়ে যাবার সময় মাটি চাপা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে অমাকে জানায় । আমি এখবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশকে জানাই । পুলিশ ঘটনা স্থলে এসে ওই অজ্ঞাত যুবকের গলাকাটা মাটিচাপা দেয়া অবস্থায় উদ্ধার করে । মঠবড়িয়া থানার ওসি মো.মাসুদুজ্জামান গলাকাটা অজ্ঞাত মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে। অজ্ঞাত যুবকের বয়স অনুমানিক ৩০ বছর হবে। তিনি আরও জানান, অজ্ঞাত মরদেহের পরিচয়ের চেষ্টা চলছে।