শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজী- ফেনী আঞ্চলিক সড়কের মতিগঞ্জ এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় মোটরসাইকেল দুর্ঘটনা মোঃ আজিজুল হক সাহেদ(২৮) ঘটনাস্থল ও উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে জিয়া উদ্দিন বাবলু(২৬)র মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি চট্রগ্রামের মীরসরাই উপজেলায়। পুলিশ ও হাসাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা সময় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে অংগ্রহণের জন্য মোটরসাইকেল যোগে সোনাগাজী যাওয়ার সময় সোনাগাজী -ফেনী অঞ্চলিক সড়কের মতিগঞ্জ এলাকায় নির্মানাধীন ব্রীজের গর্তে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্রগ্রামের মীরসরাই উপজেলার ধূম ইউনিয়নের নাহেরপুর এলাকায় আজিজুল হক সাহেদ ও আপর জন একই উপজেলার ছদমা দিঘী এলাকার জিয়া উদ্দিন বাবলু।