শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
গাজী আবুল কালাম,ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনেনিয়ে ইন্দুরকানীতে নারী দিবস উপলক্ষে মুসলিম এইড বাংলাদেশ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮মার্চ রবিবার বিকাল ৪টায় ইন্দুরকানী মুসলিম এইড শাখা অফিসে শাখা ব্যাস্থাপক মোঃ আকবর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভা নের্তী ও উপজেলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলীম এইড বাংলাদেশের পিরোপুর রিজিওনাল অফিস একাউন্স অফিসার মোল্লা সুমন, ইন্দুরকানী প্রেসক্লাব সাধারণসম্পাদক গাজী আবুল কালাম, সমাজ সেবক হুমাউন কবির হাওলাদার,মুসলীম এইড প্রগ্রাম অফিসার মালা খানম, গাজী জাহিদ আলম মারুফ প্রমুখ।